সবচেয়ে ভালো আমি পৃথিবীর পথে না থাকাই
অনেক ক্রান্তির বেনোজলে হৃদয় গহ্বর;
কোথাও অস্তিত্ব খুঁজে পাচ্ছি না
মরণ নিশান ধেয়ে আসছে
অনন্ত মহাকালের অন্তত নিশ্বাসে।
আজকাল আমি সবারই বোঝা হয়ে
এক পৃথিবীর মৃত্যু ক্যান্সারে আক্রান্ত মানব
চারিদিকে হতাশা ক্লান্ত ছাড়া কিছু নেই।
আমার হৃদয় বারবার আহত অক্ষত
তোমাদের এই পৃথিবীর ত্রিসীমায় বুঝি।
দিনদিন শরীর অবস হয়ে যাচ্ছে
যেন এ পৃথিবী আমার জন্য বাসযোগ্য নায়;
হৃদয়ে যার শান্তি নাই সেই বুঝে
বেঁচে থাকবার ইচ্ছেটা কবে হইয়াছে উধাও
জনমে জনমে যুগে যুগে কতোবার।