তখন পৃথিবীতে শীত নেমে এসেছে
পৌষের উপচে পড়া গভীর শীত,
পাকা ধান উঠে গেছে মাঠে মাঠে।
ষোলো বছর পরে যদি সেই মাঠে
দেখা হয় পুনরায় তোমার আমার!
ফিরে পাবো তোমারে আমি আগের মত
চিরচেনা রূপালী আগুন ভরা রূপে,
পৌষের বিষন্ন হৃদয়ের দিনগুলো
কত স্মৃতি আবেগ মাখানো আখ্যান!
রই গেছে আমাদের জীবন ধুলোর পথে!
শৈশবে বানানো খড়কুটো ছাউনির ঘর
কবে ফেলে এসে দাঁড়িয়েছি মুখোমুখি,
জীবন গিয়েছে চলে আমাদের অর্ধেক
তবুও নাই জীবনের পথ চলা!
কুয়াশায় মিশে গেছে আমাদের শরীর!
চলেছি এক সঙ্গে যুক্ত বর্ণের মত মিশে
খেয়েছি কুড়িয়ে কাহার গাছেরর ফল,
দেখা গেছে আজ নাই তোমার স্মৃতি!
শৈশব উত্তরায়ে কবে পূর্ণ যৌবনে গেলাম
শীত রাত্রিচর কেবলই দূরত্বের পরিধি!