শোভানা, যখন আমি এই সুন্দর পৃথিবীতে
থাকবো না তোমার কাছাকাছি;
হারিয়ে যাবো চিরদিনের জন্য
অনেক অনেক দিন আমাদের কথা হবে না;
দোহাই সেদিন আমায় তুমি ভুলে যেওনা
মুছে দিও না স্মৃতির চিরকুট থেকে;
তোমার অশ্রুসিক্ত লাল চোখের নোনা জলে
আমি যেন বেঁচে থাকি প্রতিটি পারতে;
আমাকে স্মরণ করিও তোমার প্রার্থনায়
যেখানে প্রতিদিন স্রষ্টার সেজদায় রোতো হও!

তখন তুমি আমাকে হারানোর বিষাদ
অসহায় জীবন মৃত্যুর যন্ত্রণা
কিংবা প্রচুর মন খারাপ—
চারিদিকে শূন্যের বিশলতা সবই তুমি
রবের নিকট চোখ বততি জল ছেড়ে বলিও।
শোভানা, যখন আমি অথবা তুমি কেউ একজন
এঁকে অপরকে ছেড়ে ধরা দিবো না ফেরার দেশে;
আজ এই পৃথিবীতে যেমন অপেক্ষায় থাকি
তোমার জন্য আমি আমার জন্য তুমি
ঠিক তেমনই অপেক্ষায় থাকবো পরকালে!