এখন আর নতুন করে স্বপ্ন দেখি না
ভাবি না তেমন একটা ভবিষ্যত নিয়ে
স্বপ্ন দেখার স্বাদ কবে ঝরে গেছে হৃদয় থেকে?
জীবন যে কলঙ্কের কালিমায় জর্জরিত
যেন আজ সবখানে তারই অন্ধকার নেমে এসেছে,
কোথাও নেই পাখির কলরব উচ্ছ্বাস—
দূর উপকূলে নেই ঢেউয়ের সমুদ্র মন্থন—
যানজটের শব্দ নেই, নিরব মহিমায় উদ্বেলিত—
মানুষ নেই কোথাও কথা বলবার মতন—
এইসব সবই যেন আমার হৃদয়ের ধারণা মাত্র।
কিন্তু সবই যে আছে ঠিকঠাক চারিদিকে
শুধু শুনি নাকো আমি আজ অন্যদের মতন,
হৃদয় যে আমার বধির দুর্নিবার আঘাতে
কি করে বুঝাই বলো আমি তোমারে!