পৃথিবীর জগত আজ রক্তরাগ অনুরাগে সিক্ত
আমার কবিতার মর্মবাণী শোনার আকুলে‚
কখনো দেখেছি পৃথিবীর পথে আসীম আলো
তবুও গভীর গ্লানি ছিল আমার কবিতা মঞ্চে!
হে মানব— তোমাদের অভিবাদনে
লিখে রেখে যাচ্ছি আমার এ কবিতা!
থাকিব না চিরদিন তোমাদের মাঝে বেঁচে
তখন যদি মনে পরে আমারে তোমার
পড়ে নিও স্পন্দন থেকে কোনো এক বসন্ত মঞ্চে!
কতো কথা উদয় হয় আজ রিক্তহস্তে;
আমি পৃথিবীর কবি— তাই পৃথিবীর কোনো এক
নির্জন গহীনে থাকিব ঘুমিয়ে!
আমার এ গান ভালোবেসে তোমরা
ভ্রমরের গুঞ্জনে হউক— ক্ষণতর হৃদয়ে হউক
মধুর কন্ঠে পড়ে নিও একদিন?
যখন উত্তলিত হয় অন্ধকার মর্মে হৃদয়
থাকে নাকো জানা কোন কথা অতীত ব্যপ্তি!
অগোচর ব্যথা মোর থেকে যাবে চিরকাল
বেদনার অশ্রু সাগরে নিমজ্জিত!
হে মানব— আমার এ স্বপ্নের কবিতা
তারই মাঝে খুঁজে পাবে তুমি
দুর্গম জনহীন মানুষের সুখ দুঃখের বাণী!
লিখে যাই এইসব নিত্যকার লোকের ইতিহাস‚
ইতিহাস পৃথিবীর রক্তাক্ত সমুদ্রের
সেই আয়ত্ত উপসাগর—
জেগে উঠে তীব্র অন্ধকারে!
কবেকার একদিন দূর নক্ষত্রের পানে চেয়ে
লিখে গেলাম ঢের কবিতা—
একদল নারী পড়ে গেল সে আত্মবাণী!
মনে হলো যদি যাই পৃথিবীর থেকে চলে
আমার এ কবিতা গেঁথে রবে মানুষের আবরণে!