রৌদ্রে ঝিলমিল সোনালী ডানার শঙ্খচিল
মধ্য আকাশে যার চোখ রাঙানির স্ফুট‚
ফিরে আসে বারবার পৃথিবীর পারে
আমাদের দেশ ভালোবেসে হায়!
অনেক উড়েছিনু মোর হৃদয় গহ্বরে
দিয়ে গেছো ডানার ঝাপ্টা ক্ষণেক্ষণে
আরক্ত শ্বাস মাখা মরীচিকা জোয়ারে
তবুও তুমি সোনালী ডানার শঙ্খচিল!
অগণন মানুষের ভীড়ে
হৃদয় দিশেহারা পায় নাকো পথের সন্ধান;
ভাদ্রের দুপুরে ঘামে জরাজীর্ণ দেহ—
ক্লান্ত শ্রান্ত হে নীলিমা নিষ্পলক‚
আমার ভিতর বাহির অঙ্গার চিরকাল।
লক্ষ্য জনতার কোলাহলে ভাবি বসে একা
সোনালী ডানার শঙ্খচিল আমি নীলিমায় নীলিমায়।
ফিরে পাই রুদ্ধশ্বাসে রহস্যের ইন্দ্রজাল
বাস্তবের রক্ততটে শুধুই স্বপ্ন বিলাসী!
আলোর খোঁজে তবু যেই প্রাণ হয়েছে
তাড়নায় শিশুর ক্ষুধার রাজ্যময়।
চোখে মোর সমস্ত বিষাদ মুছে ফিরে দেখি
চারিদিকে শূন্যের বিশলতা জ্বলে উঠে অন্তহারা।
পৃথিবীতে তবুও চাই জীবন‚
বেঁচে থেকে ছিন্ন এক নগরীর পথে‚
লক্ষ্য কোটি মুমূর্ষুর ভীড়ে এই হৃদয় কারাবাস।
চিল কি কাঁদে গোধূলি আকাশে
ক্লান্ত পাখনার মুগ্ধ আঁখিপাতে;
নক্ষত্রের রাতে শুনি বারবার ফিরে আসা‚
কবেকার হারিয়ে যাওয়া ম্রিয়মাণ কন্ঠ
তোমার চকিত স্পর্শে সোনালী ডানার শঙ্খচিল!