ধর্ষণের বশিভূত আছিয়ার বুকে
আমি আর কি সংগ্রাম করবো?
আমার বোনের ক্ষত-বিক্ষত দেহে
রক্তের লোমহর্ষক দাগ ছিল সত্য তবু!

এখন চোখ মেলে দেখলে আমি দেখি
বিরহে ভেসে যাচ্ছে সবুজ জমিন,
জঘন্য শকুনের আক্রোশে মাটিতে মিশে যাচ্ছে
আমার ধর্ষিতা বোনের জমিয়ে রাখা সম্মান!

আমি আর কি লিখবো এই কলমে
যার শরীরে লেগে গেছে ধর্ষণের দাগ,
বিচার তবু নেই ষোলো কোটি হৃদয়ের বাংলায়
এক মগজ ব্যথা নিয়ে চলে যায় বসন্ত!

তোমরা একবার বলো সমাজের কাছে
আছিয়ার খুনীর সঠিক বিচার হবে,
আমি আর ধর্ষণের বিচার চাই না
নেমে যাবো রাজপথে অগ্নিদাহ হয়ে!

আমার বোনের নিস্পাপ শরীরে
যারা কলঙ্কের কালিমাময় খেলেছিল হলি,
এবার তাদের বিনাশ রক্তের বন্যায়
পৃথিবীর সম্মুখে হবে নতুন ইতিহাস!


[বিঃদ্রঃ তৃতীয় শ্রেণীর আট বছরের আছিয়া, বোনের বাড়িতে ধর্ষণের শিকার হয়ে মৃত্যুপথে সহবাস করছে। যার এই লোমহর্ষক ঘটনায় সারা বাংলায় প্রতিটি মানুষের চোখে মুখে বিষাদ গ্লাণি ছিড়েখুঁড়ে হৃদয় পোড়াচ্ছে, সেই ছোট্ট আছিয়ার স্মরণে লেখা “ষোলো কোটি হৃদয়ের বাংলায়” কবিতা]