আবার যদি দেখা হয় কোনো এক দিগন্তে
বাসমতী ধানের দেশে—
মুখোমুখি তোমার আমার—
যখন তুমি নাই আগের মত শাশ্বত রাত্রির যুবতী
আমিও নাই সে কালের মতন সুদর্শন পুরুষ।

রই গিয়েছে স্মৃতিগুলো হৃদয়ে
অশ্বত্থের ঝরা পাতার মত নিস্তব্দ সফেন।
তখন যদি সেই পুরনো প্রেম—
ক্লান্ত শিশিরের পরে এই মাঠে জেগে উঠে আবার—
বছরের পর বছর যে জীবন গেল চলে আমাদের থেকে?

ফুরালো সব লেনদেন—
পাইনেকো খোঁজ তোমার ধরিত্রীর বুকে
আলো অন্ধকারে শাশ্বত রাত্রির সেঁজুতি দূর কুহকের ডাক।
ফিরে আসে বার বার দৃশ্য উজ্জ্বল ধূসর রূপে
এ চোখে কতো শঙ্খবালিকারা
তবু ভালোবাসা দিতে গিয়ে এদের
যাও নিকো মুছে তুমি আমার মৃতদার স্পন্দন থেকে!