তারপর একদিন চলে গেলো সে
সব ছেড়ে কোথায়,
কুয়াশার পদ্দায় আরও দূর কুয়াশায়
যেন তার সমস্ত অস্তিত্ব
মুছে গেলো পৃথিবীর থেকে।

সে তোমায় চায়,
আরও কিছুদিন চেয়েছিল অগত্যা প্রাণ।
শুনলাম, তোমারে ঢের ভালোবাসে মিসবা—
তারপর কেটে গেলো পঁচিশ বছর
কিন্তু তোমার সাথে আমার আর
হলো নাকো সেই পঁচিশ বছরের
কোনোদিন একটুও কথা কোথাও।

যার কথা বলেছি মানে এই সূচনা—
অনেক ভালোবাসে মিসবা—
মাঝখানে আমি হারিয়ে যাই
তাদের ছেড়ে অনেক দূর।
একটি দীর্ঘ সর্ম্পকের পরিসমাপ্তি হতে চললো
সমস্ত পৃথিবীটাকে কেশ মেঘের মত অন্ধকারময় করে।