অদ্ভুত এক পৃথিবীতে কেটে যাচ্ছে
আজ মানুষের জীবন কোলাহল;
অন্তঃশৃঙ্খল মূল্যবোধ—
কিংবা যাদের চোখে আজ ঢের সানি
তাদের বসবাস তিমির দহনে!
সত্যের পথ ছেড়ে যারা কুসংস্কারে
যারা দরিদ্রের সম্বল ভোগ করে
পৃথিবীতে অট্টালিকা পাহাড় গড়িয়েছে
যুগে যুগে শতলোক কাঁদিয়ে;
একদিন তবু তাদের হৃদয় ছিড়ে খাবে শকুনপাখি!
ওইসব অন্ধ পার্থিব মানুষদেরই কথা বলছি
যাদের সুপরামর্শ ছাড়া পৃথিবী অচল;
আমরা সবাই পৃথিবীরই মানুষ
এক স্রষ্টার সৃষ্টি হিমাদ্রি;
তবুও নেই আত্মশাসন প্রেমপ্রীতি!
আমরা পৃথিবীর খেটে খাওয়া কৃষক‚ শ্রমিক‚ জেলে‚
কামার জনসাধারণ—
আমাদের সকলেরই প্রত্যাশা
শান্তি চাই— শুধুই শান্তি!