সাক্ষাৎ হবে নাকো কোনোদিন
মধ্যকাশ দিয়ে পাখি উড়ে যায়
কোথায় কুয়াশার প্রান্তরে হায়!
মনরে বুঝাই এ-ই পাখির মতোই
তোমাকে ভালোবাসি আমি আজও!
গভীর আকাশে অজস্র নক্ষত্রের ভীড়ে
যেমন একটি চাঁদ ফুটে পৃথিবী ভরে
যেন তুমি সেই চাঁদ লক্ষ্য মানুষের ভীড়ে!