মনে পরে রূপাকে কি বিমুগ্ধ করুণ চেহারা!
অনেক কথা বলিয়েছি সন্ধ্যার আঁধারে,
অনেক ভালোবাসিয়েছি জোছনার রাতে,
অনেক হয়েছি সঙ্গী দুশ্চর দেউলের পথে,
অনেক হয়েছে মেলামেশা যুগলপ্রেমে,
তারপর হেমন্তের বাতাস তারে কই নিয়ে গেছে
আজো আমি জানি নাকো সেই নারীরে?
কত গান কত স্মৃতির পাতা হৃদয়ে গেঁথে আছে
তবুও নাই সে কোনোদিন আমার এ জীবনে!