আমি বলছি সুজলাময় অরণ্য বাংলার কথা
যেই বাংলার মাটিতে মিশিয়াছে লাখো শহীদের রক্ত;
কৃষ্ণচূড়া ফুলের মতো আজও ভেসে আছে
কোটি কোটি তরতাজা প্রাণের স্পন্দন!
আমাকে ফিরিয়ে দাও সেই রক্তাক্ত মানবদেহ
দেখিবো আমি প্রাণ তৃপ্তি ভরে তাঁর মুখ!
যাদের আত্মত্যাগের বিনিময়ে পেয়েছি আজ
সোনার বাংলায় কথা বলবার মতো অমর স্বাধীনতা!
বাংলার শ্বাস-প্রশ্বাসে লাগিয়াছে তার গন্ধ‚
ভেসে উঠে চেতনার দুয়ারে তাজা লাল রক্তের বেদন
জানি না এই ক্ষতের দাগ কোনোদিন মুছিবে কি-না
— চোখের সপ্রতিভ হতে!
এইসব ব্যথা কোনোদিন ভুলিবার নহে
ওরা যে নিয়েছে কেড়ে নীল বাংলার কোল থেকে
দুখিনী মায়ের লাখো সন্তান?
রক্তে রঞ্জিত হয়েছে শহরের রাজপথ;
যেন তারই নিশিগন্ধ আজও নাকে পই টের!
জানি বিরহের অশ্রুপাত যায় নাকো রাতারাতি মুছে!
কই গিয়েছে সেইসব রক্তদান শহীদদের আত্মারা
তাঁরা কি আর ফিরে আসিবে না বাংলার অলপথে;
সোনালি মুখ হৃদয় উজ্জ্বল করে করে!
কে যেন ককর্শ স্বরে বলে উঠিলো
বলিল তাঁরা আর আসিবে না মুখে জয়বাংলা স্লোগানে
তারা যে শুয়ে আছে মিনারে একুশের চেতনায়
লাখো মানুষের গভীর গভীরতম চেতনায়!