ঈর্ষাতুর নিয়ে নয়—
গভীর স্পন্দন হৃদপিণ্ড থেকে বলছি?
আমি বলছি শহীদ যোদ্ধাদের কথা
যারা শাহাদাতের পেয়ালা বরন করেছিলো!
যাদের রক্ত দিয়ে কেনা স্বাধীনতা
বাংলার পবিত্র মাটি!
কোথাও দেখি শঙ্খের মতো কেঁদে উঠে
দুঃখিনী মায়ের আত্মনাদ সন্তান হারা ব্যথা!
যাদের এক সমুদ্র রক্তের স্রোতে পেয়েছি
একটি স্বাধীন বাংলার মুখ;
আমরা কি স্মরণ করি সেইসব
বীর শহীদ যোদ্ধাদের প্রতি অকাতুর শ্রদ্ধা
একদিন এলে পরে সময় গাই কি তাদের বসন্ত গান!
যদি করিতে স্মরণ মস্তিষ্ক থেকে
তাহলে কেন আজ স্বাধীন বাংলায়
চলে দুর্নীতি চাঁদাবাজ—
অবহেলিত মানুষের প্রতি নিষ্ঠুর ব্যবহার—
পথ শিশুদের উপর অত্যাচার;
করি কি সর্বস্তরে স্বাধীনতা শব্দটি ব্যবহার!
আমি চাই বাংলার আলপথে
আনাচে কানাচে গ্রাম শহর বন্দর সবখানে
লেখা হউক স্বাধীন শব্দটি;
মিশে থাকুক বীর যোদ্ধাদের ভালোবাসা
আমাদের গভীর হৃদয় জুড়ে
যাদের রক্ত দিয়ে কেনা স্বাধীনতা!