এমন এক পথ দিয়ে হাঁটিতেছি
কোনোখানে লোকজনের সাড়াশব্দ নেই,
বাতাসের স্বর একবার আসে
আবার কোথায় হারায়ে যায় মুহুর্তে
নিঃসঙ্গ মনে পথ অতিক্রম হচ্ছি।
মাঝে মাঝে মিশে যায় পায়ের আওয়াজ বুনোবাতাসে,
আগে কেউ আসে নাই এমন পথে
এখানে রাতের জোনাকি-ঝিঁঝিপোকা,
কিংবা ধূসর পেঁচার নীলকন্ঠে মুক্ত ঝড়ে,
তখন এইসব বন্যলতা ঘাসেরে থামিয়ে রাখে
অথবা পাখিরা থাকে গভীর ঘুমে,
অশ্বত্থের হিজলের নিস্তব্ধ ক্লান্ততা
শ্রাবণ রিমঝিমে বদলে যায় সব।
গাঙচিল শালিক আসে নতুন ঘাসে স্বাদ পেতে
মরা গাছও চাঙ্গা হয় নীল শাদা হলুদ ফুলে!
ভ্রমর আসে আবেগ লয়ে গানে গাগে
আনন্দ মাতওয়ারা হয়ে উঠে বনানীর বুক!