যদিও পৃথিবীর থেকে আলো নিভে গেলে পর
জোনাকির আলোয়ে রাত্রির প্রাণ ভরে;
ফিরে আসে অন্ধকার পেঁচার ডাক—
গভীর বাতাসের মতো?
কিন্তু সে-রকম তোমার বেলায় নয়,
তুমি আছো কোথাও কোনো এক ঘরে
সংসার স্বামী সন্তান সুখের অট্টালিকায় পরে।
দেখো এখানে কোনো আলো নেই
অন্ধকারে প্রদীপ জ্বলে না কোথাও
সবকিছু যেন নিঃশব্দ মনভেরা!