এই রাতে অকপট হৃদয় ভাবিতেছে
পুরনো দিনের স্মৃতি ফিরে চাই আবার;
আমার হৃদয় গহ্বরে কুড়িয়ে এনে
চাই পুরোন করিতে সেই স্মৃতি!
যেই স্মৃতি আমাকে দেয় নাকো
এক মুহূর্তের জন্যও স্বস্তিতে থাকতে;
ফিরে চাই বারবার তাহার ছোঁয়া
যেই আমাকে একদিন আমার সমস্ত হৃদয়ে
সুখের আধুলি মেখে দিয়েছিল!
তবু একদিন আমার সব সুখ হত্যা করে
সেই অন্যের হাত ধরে কোথাও জমিয়েছে পারি;
কতটা রাত্রি নির্ঘুমে কাটিয়েছে
ক্ষত-বিক্ষত হলো দেহ বিরহে বিরহে
মুছিলে নাকো তার স্মৃতিরা আমার তনুমন থেকে!নক্ষত্রের মতো জেগে রয় চক্ষে সারারাত
আমার অবোধ মস্তিকে বিচরণ করা
হারিয়ে যাওয়া পুরনো দিনের স্মৃতিরা!
ফিরে আসে বারবার সমুদ্রের পারে ধসে যাওয়া
নেশাখোর বাতাসের মতো ধূম্র গতিতে;
পারি নাকো আমি তারে ভুলে থাকিতে
কখনোই পারি না হৃদয় থেকে মুছে ফেলিতে!
আজ হতে বারো তেরো বছর আগের
এইসব পুরনো দিনের স্মৃতি পুনরায় উঁকি দেয়;
হৃদয়ের কপাট খুলে বারবার!
স্মৃতির মৃত্যু নেই ওরা বেঁচে থাকে
মানুষের হৃদয়কে ক্ষত-বিক্ষত করতে ভালোবাসে
কি নিঃশব্দে মানুষেরে কাঁদায় অহরহ!
অসহ্য যন্ত্রণা বুকে লয়ে ঘুমিয়ে থাকে
রক্তমাখা ফেনা ইদুরের মতোন ঘুম!