প্রথম যেইদিন দেখিয়েছি তোমারে আমি
অগণন মানুষের ভীড়ে নক্ষত্রের মতো গুনেগুনে চোখে‚
পেয়েছি স্বাদ পৃথিবীর ধূসর পারে
প্রথম ফসলের মাঠে অপরূপা ভেসে!

মনে হলো— এই নারী প্রথম তুমি
জীবনে এলে সদ্য স্বপ্নের হাত থেকে উঠে‚
আমার সমস্ত রক্ত উপশিরা তনুমন
যেন বলে উঠিলো ভালোবাসি তোমাকে!

কথা হলো দু’জনার বেশ মাঠের উপর
তারপর পথ ছেড়ে চলে আসি ঘরে‚
আজ শতাব্দীর তীরে এসে যেই রক্ত ঝরে
তবুও যদি ফিরে আসে— আসিতো ফিরে সেইদিন!