আমি শুধু জানি তোমার কাছে
আমার শাশ্বত প্রাণ জিম্মি,
শ্যামলা শরীর আর দিগন্ত জোড়া অপূর্ব চোখ
তোমার অপরূপ জোড়া ভ্রু
তোমার মোহময় চিরন্তন চাহনি
রুবির মতো উদ্ভাসিত তোমার বলিষ্ঠ ঠোট,
তোমার সেই দৃঢ় শরীর,
তোমার মিষ্টি হাসি এবং উদার কণ্ঠ
মুক্তার মত তোমার দাঁত আর দীর্ঘ নিঃশাস
সব কিছু মিলিয়ে আমি শুধু
তোমাকেই ভালোবাসি আর কারো নয়!

তুমি সেই নারী যাকে আমি চেয়েছিলাম
আমার সোনালী স্বপ্নের সেই প্রথম যৌবনে;
তুমি সেই বণিতা যে ছিল আমার উৎসুক কল্পনায়
যাকে আমি চেয়েছিলাম মোনাজাতে গভীর বাসনা নিয়ে;
আমি প্রতিনিয়ত শুনতে পাই
তোমার কামার্ত কণ্ঠস্বর দিনরাত;
সব সময় তোমার ছবি দেখি প্রকৃতির ছায়ায়
আমি শুধু তোমাকেই ভালোবাসি আর কারো নয়!

শুধু তোমার ভালোবাসায় দিশেহারা হয়ে
আমি আমার আবেগকে বুঝেছি;
তুমি আমার হৃদয় পূর্ণ করেছিলে অন্তরীক্ষ ভালোবাসায়
আমার জীবনে বপন করেছিলে এক নতুন জীবন;
শুধুমাত্র একটিবার আমি তোমাকে দেখেছিলাম
প্রথম ছবিতে মায়াবিনী রসাত্মক ভরা চেহারা;
বিশ্বাস করো, সেই থেকে আমি
এক ক্ষুদার্থ আগুনে যেন দগ্ধ হয়েছিলাম;
আজোও আমি শুধু দেখি তোমার সেই মুখ
আমি শুধু ভালোবাসি তোমায় অন্য কাউকে নয়!