সেইদিন হঠাৎ আমি চলে গিয়েছি
কিছুই না বলে তোমারে?
তারপর কতোদিন আমার দেখা পাওনি।
নিশ্চই কোনো কারণ ছিল
সেই চলে যাবার পিছনে?
তুমি তো তা যানো না
যানবেই বা কি করে,
আমি তো কিছুই বলিনি।
তাই তুমি অনেক অভিমান করেছিলে
আমার উপর বিস্ফারিত মনে
করারি কথা কিন্তু থাক—
যেই ছেলেটা প্রতিদিন খোঁজ নিতো
যেই ছেলেটাকে তুমি বিশ্বাস করতে
কেন সেই ছেলেটা হঠাত্ চলে গেল,
একটিবার জাগেনি কি তোমায় প্রশ্ন।