প্রণয়িনী, আমি জানি আমাকে হারালে
হয়তো তুমি বেশি কিছু হারাবে না,
হারাবে কেবল এক জোড়া চোখ
যা পৃথিবীর সমস্ত মুগ্ধতা নিয়ে তোমার প্রতীক্ষায় থাকে!
হারাবে কেবল একজোড়া হাত
যা তোমার সুখ দুঃখের প্রার্থনায়
খোদার কাছে তুলি প্রতিদিন!
আমাকে হারালে তুমি সত্যিই খুব বেশি কিছু হারাবে না
হারাবে কেবল এক সমুদ্র বিশ্বাস
যা তোমার হাজার ভুলের পরেও
শত চেষ্টা করেও এক বিন্দু কমেনি কোনোদিন!
প্রণয়িনী, আমাকে হারালে বেশি কিছু নয়
হারাবে কেবল এক পুরুষের বিরতিহীন অপেক্ষা
যা সমস্ত বাঁধার বিরুদ্ধে গিয়ে অধীর বিশ্বাসে
দারিয়ে থাকে তোমারই প্রতীক্ষায়!
আমাকে হারালে সত্যিই খুব বেশি কিছু হয়তো হারাবে না
তোমার খুব বড়সড় ক্ষতিও হবে না
থেমে যাবে না তোমার জীবন গতি!
শুধু তোমার ভিতরে একটি আক্ষেপ রয়ে যাবে
ভালোবাসা আর ভরসায় আঁকড়ে ধরে বেঁচে থাকার
চাওয়া পাওয়ার মানুষটি হারিয়ে ফেলার আক্ষে!
সে দিন মিলিয়ে নিও আমার অনুপস্থিতির শূন্যতা
তোমার দুরন্ত জীবন গতিকে ক্ষণে ক্ষণে থমকে দেবে প্রিয়
এর বেশি কিছু তোমার হারাবে না হয়তো!