প্রিয়তমা আমার
       ক্ষণিকের এই গাঙচিল শালিকের দেশে
            আমরা সবাই অস্থায়ী বাসিন্দা।
          কতো দিনই বা বাঁচিব ষাট সত্তর
   তারপর তো সবারই যেতে হবে আপন গন্তব্য।
           মানুষ তবুও চায় চিরকাল বাঁচিতে
   তার সেই স্বপ্ন আকাঙ্খা বাস্তব অবাস্তব নিয়েই!

                    প্রিয়তমা আমার
        তুমি বোধ হয় বেমালুম ভুলে গিয়েছ
     এই পৃথিবীর সব মানুষই হয় নাকো সুন্দর।
        তবুও তারা প্রকৃতির কাছে ঢের সুন্দর
          নক্ষত্রের এই সুন্দর পৃথিবীর ভীড়ে
       আমি এক অসুন্দর কুৎসিত মানুষ মাত্র।
             কিন্তু আমারও একটা মন আছে
প্রতি নিয়তই চায় সে তার প্রিয় মানুষের ভালোবাসা!

                    প্রিয়তমা আমার
       ভেঙে গেছে মন কাঁচের মতো চূর্ণবিচূর্ণ
     ঝরে গেছে দেহ পাখির লোমের মতো খসে
         তোমার চোখের অসীম অবহেলায়।
          জানি তোমার কাছে আমি জঘন্য
       এ বাণী হৃদয়কে সহস্রবার বুঝিয়েছি;
          হৃদয় অঙ্গার পুড়ে পুড়ে ছাই হবে
        তবুও তোমারে চায় অনেক করে চায়!

                       প্রিয়তমা আমার
           একবার শুধু ভালোবাসো আমায়
         কথা দিলাম পরের জন্মে সুন্দর হবো
এই জন্মের খোবগুলো পরের জন্মে পুষিয়ে দিবো।
      তোমার মনের কোঠায় একটুখানি ঠাঁই দাও
         সেখানে একটা সুন্দর সংসার বানাবো
      তুমি আমি আর আমাদের সন্তানরা থাকবে।
  এই জন্মে অসুন্দর আছি পরের জন্মে সুন্দর হবো
            সত্যিই সুন্দর হবো মিলিয়ে নিও!

                     প্রিয়তমা আমার
      তোমার গভীর ভালোবাসায় আমি আসক্ত
        যেমন নিকোটিনে মানুষ আসক্ত থাকে
    একদিন পান না করিলে পাগলের মতো হয়।
  ঠিক তেমনি তোমারেও একদিন না দেখিলে পরে
      আমারও হৃদয়ে এক কালবৈশাখী শুরু হয়;
           কতো দিনই বা বাঁচিব ষাট সত্তর
   তারপর তো সবারই যেতে হবে আপন গন্তব্য!