আসো পৃথুলার কবরের পাশে
পৃথুলা শুয়ে আছে গভীর শান্তিতে;
তাকে পাহারা দিচ্ছে
সে এক নির্বোধ বালক!

হৃদয় ভাঙে তার পৃথুলার জন্য
ভালো-বাসতো জানি সে;
মরণের পরপারে কেমন আছে
কেউ তাহা জানে নাকো!

ঘাসের ভিতর নীল শাদা ফুল ফুটে হেমন্তরাগে
কবরের উপর তার ফুটিয়েছে সেই ফুল;
ভাবে নিরুৎসাহিত হৃদয়ের কাছে
হয়তো বা সে আবার ফিরে আসিবে?

পৃথুলা
তবু যে পৃথিবীতে ফিরে আসিবে না;
নির্বোধ বালকের সেই বোধ কোনোদিন হবে না
পৃথুলারে সে যে খুব ভালোবাসে!