বহুদিন পরে আজ তোমার কথা জাগিয়েছে প্রাণে?
রাত্রির নক্ষত্র যেমন মেঘের খোলস ছেড়ে
বেড়িয়ে আসে পৃথিবীর পানে—
ঠিক তেমনি জাগিয়েছে হৃদয়ে তোমার কথা!
পৃথিবীর পুরনো পথের রেখা মুছে যায়
যেখানে রয়েছে আলো প্রেম বিচ্ছুরণ একদিন;
তুমি ভেবেছিলে এই আলো কোনোদিন যাবে নাকো মুছে
আমাদের দু’জনার হৃদয় থেকে পড়ে!
তারপর যা হবার যা হওয়ার
তাই যেন নিয়তি করে গেল দান;
ফাল্গুনের হলুদ পাতার মতো
ঝরে গেল আমাদের হৃদয় গহ্বর!
তবুও তোমারে লালন করে বুঝেছি আমি
মানুষ মরে গেলে একদিন সব মায়া ভুলা যায়;
কিন্তু কেউ ছেড়ে চলে গেলে পর সে ব্যথা
বড়োই কাঁদায় কালে অকালে যুগে যুগে!