মৃত্যু, তোমাকে আমি এখন আর ভয় পাই না
কিন্তু আগে তোমার নাম শুনলেই
আমার ভিতর অন্দরমহল কেঁপে উঠতো,
সমস্ত শরীর হংসর মত ঝিম খেয়ে যেতো,
তোমার থেকে বেঁচে থাকার জন্য
সব সময় নিজেকে লুকিয়ে রেখেছি!
কারণ আমি খুবই ভীতু প্রকৃতির ছিলাম?
কোনো মৃতব্যক্তিকে দেখতে পারতাম না
একদমই দেখতে পারতাম না
তখন আমার ভয় ছিলো ডর ছিলো সবই ছিলো!

তবুও ঠিক একদিন তোমার মতোই
এক মৃত্যু আমার তনুমন তৃষার্দীন করে তুললো,
ভয়ার্ত মেঘের মতো গ্রাস করলো
আমার ভিতরের নীল বন্দর তার বিষে,
রোজ আমাকে যন্ত্রণার মুখোমুখি দাঁড় করিয়েছে?
তিলতিল করে আমার ফুলের মতো যৌবন
ভেঙ্গে চূড়ে তছনছ করে দিলো সে?
অনুভব করেছি মৃত্যুর যন্ত্রণা কেমন হতে পারে,
তবে সে মৃত্যু আর কেউ নয়
আমার প্রিয়তমা প্রাণের শর্বরী!