তোমারে জানাই একফালি নিদ্রিত সালাম
দেখো নব্য শিশিরের ভোরের নীলিমা
চতুর্দিকে পাখি কেমন বিচিলিত প্রাণে
গাহিতেছে গান কাহার করুণা বিদিত দানে!
উদলা পৃথিবীর পথে ভেসে যায়
বন্য বাতাসে পুনরায় ফিরে আসে
এ গান হৃদয় ছুঁয়েছে সমস্ত হৃদয় জুড়ে!
তবুও ভালোবেসে তোমার চোখের দিকে তাকালে
সেই পৃথিবীর নরম সবুজ ঘাসের গন্ধ,
পূবের আকাশের সোনালী নীল সূর্যের রঙ,
অহমিকা অলীক নগর বন্দর
সবই আমার কাছে জলের বেদনা!
কেমন ঝরে শ্রাবণ মেঘের মতন কেঁপে কেঁপে
কেউ দেখে- কেউ দেখে নাকো হায়!