জীবন মানেই কষ্ট
বুক বড়া হাহাকার যন্ত্রনা;
হাজার ব্যথা বেদনায় গাঁথা
ক্ষুদ্র এই জীবন তরী!
কাউকে পারি না আমি বুঝাতে
যেই জ্বালা অন্তরে বইছে;
দেহ জ্বলে কবে ছাই হয়ে গেছে
পোড়া মন এখন আর হয় না দ্বহন!
সুখ নামক সোনার পাখি কবে উড়ে গেছে
আমার জীবন থেকে চলে;
আজো আমি তাকে খুঁজে বেড়াই
তবু দেয় নাকো সে ধরা!
থাক যেই সুখ চায় না আমাকে
তাকে না পাওয়াই ভালো;
যে জীবন জ্বলছে আগুনে বিশ্রামহীন
তাই ভালো জ্বলে যাক;
জ্বলে জ্বলে কয়লা হয়ে যাক
তাতেই শান্তির মুখ!
যে ব্যথা আজো প্রকাশ হলো না
পাথরে চাপা পরে আছে;
বসুধার বুকে আমি সেই ব্যথা আর
চাই না প্রকাশ করিতে!