— রক্তে ভাসছে বাংলা
পঁচিশে মার্চ কি ভয়ঙ্কর আঁধার নেমে এলো!
যখন সমস্ত বাংলার মানুষ গভীর ঘুমে নিমজ্জিত‚
অলিতে-গলিতে দু’একটা কুকুরের হাঁকডাক‚
নিস্তব্ধ শহরের বুকে জেগে নেই কোথাও কেউ
ছোট্ট শিশুটিও আছে নিদ্রায় দুখিনী মায়ের কোলে!
— ঝড়ের বাতাসে বাংলা
চারিদিকে নক্ষত্র ভরা আকাশ কুহেলি চেয়ে আছে‚
তারই নীচে ছড়ায়ে রয়েছে বাংলার শহর গ্রাম‚
কে ভেবেছিল এই শহরের বুকে নৃশংস নেমে আসবে?
আজ রাতেই রক্তে রঞ্জিত হবে এই ঢাকা শহর!
ধসে যাবে এক হায়েনার নির্মম পাশাণ্ডের কাছে!
— গভীর ঘুমে বাংলা
সন্ধ্যার আঁধারে যেই কাক দীর্ঘ ক্লান্ত স্বরে
উদাস মনে গান গেয়ে গিয়েছিল চিরশান্তির ঘুমে?
সেও যেন পঁচিশে মার্চ থরথরে রাতে উঠেছিল কেঁপে‚
অশনির ফনা তাঁকেও দেই নিকো একটুও ছাড়!
চারিদিকে শুধু গুলি বারুদের শব্দে চূর্ণবিচূর্ণ হায়!
— ক্ষতের চিহ্নেচিহ্নিত বাংলা
মানুষ মানুষী যে যার ঘুমে বুকে বহি অচেতন‚
তখনই যেন নেমে এলো পশ্চিম পাকিস্তানের
পাক হানাদারদের নৃশংসতা বাংলার হৃদয়ে‚
রক্তে ঝরছে নিরাপদ মানুষ পঁচিশে মার্চ‚
কি ছিলো তাদের অপরাধ এই ঘুমন্ত মানুষের!
— জয়ের ধ্বনিতে বাংলা
কোটি কোটি বুকের পবিত্র রক্তে ভেসে গেল রাত!
সারা বাংলা নিস্তব্ধতায় মোড়া বেদনা অশ্রুতে‚
এই রক্ত বিজয়ের উল্লাসের স্বাধীনতার ডাক‚
শেখ মুজিবের ডাকে বাংলার মানুষ জেগে উঠলো‚
আমরা তাদের শস্ত্র‚ শাসন‚ আসন করিব ক্ষয়!