সূচনা, তোর কি একবারো মনে পরে না
তোর নিঃসঙ্গ কবিটারে।
তুই যদি এতোই পাষাণ হাবি
আগে কেন বললি না,
আমি তোরে কোনোদিন ভালোবাসতাম না।

জানি তুই আজ পাথরের চেয়েও শক্ত মমি,
তোর হৃদয়টা যদি উত্ত্যক্ত আগুনেও জাল দেই
আমার বিশ্বাস পৃথিবীর সব হৃদয় গলে যাবে
তবুও তোর পাষাণ হৃদয় গলবে না।
সত্য মিথ্যার এই জগতে তোর থেকে
ভালো অভিনয় আর কে পারে বল?

সূচনা, তুই না বলছিলি
তোর কবিকে তুই কোনোদিন ভুলবি না
পৃথিবীর সবাই ভুলে গেলেও
তোর কবি তোর হৃদয়েই থাকবে।
আজ বুঝি সেই হৃদয়ে অন্ধকার নেমে এসেছে
প্রদীপ জ্বালানোর দেয়াশলাই খুঁজে পাও না।

আমি জানি তোর চেহারায়
তেমন কোনো সুদর্শনা মায়াবতী কিছুই নাই—
নাই কোনো আকর্ষণ লিলামতী,
তবুও তোর প্রেমে আমি মাতোয়ারা।
আমি কিছুই জানি না
শুধু এইটুকুই জানি—
তুই ছিলি আমার কাছে পৃথিবীর সব থেকে
রূপবতী ঐশ্বর্যের অধিকারী।

ইচ্ছে ছিল তোর সাথে ছোট্ট একটা ঘর বাঁধবো,
হোগলা পাতার চট বিছিয়ে
রাত্রি ভরে গল্প করবো।
কিন্তু সেই আশা দুরাশায় রয়ে গেল
পূর্ণ আর হল না।
ভালো থাকিস তুই
গাঙচিল শালিকের দেশে
আমার এ বাংলায়!