যাদের দেওয়া অস্ত্রে
আমাদের শহর ধ্বংস হয়েছে,
আজ আল্লাহর আযাবে
তাদের শহর পুড়ছে।
এর চেয়ে আনন্দের মুহূর্ত
মুমিনদের আর কী হতে পারে?
যাদের করেছ ক্ষত-বিক্ষত
অবুঝ শিশুদের তাজা প্রাণ নিয়েছ কেড়ে
তারই অভিশাপে লস অ্যাঞ্জেল পুড়ছে!