সবচেয়ে ভালো এই আকাশ—
বিকেলের ক্লান্ত মেঘের ভীড়ে
আমি চেয়ে থাকি দূর হিঙুল অপলকে!
সেখানে কাহার হৃদয় জেগে উঠে
পুরান কাহিনির গানে উথলিয়ে
আমি ভালোবাসি না-কি সেই কন্যারে!

স্বপ্নের সুরে ফুটিয়ে তুলি—
আপনারে আমি রেখেছি দিওয়ানা করে
জনম ভারিয়া পারি নাকো ভুলিতে!
আমার চলাচলের পথে পথে ছায়া নাচে
নিমিষেই তুলে যায় ঢেউয়ের আনচান
সারাটি জীবন আমি তাই যেন দেখে যাই!

চুপটি করে কখন শুনিয়েছি—
শিরীষের বুকে যেই জোছনা পড়ে
শেষ রাত্রির গভীর আধুলি মেখে ঘুমে!
শিশিরে পাতায় টুপটুপ শব্দের বেগে!
আপনিও যেন তাহার মতন ঘুমিয়েছেন
বুকে মোর জবরদখল করে যুগ যুগ ধরে!

সন্ধ্যা তারার গগন তীরে—
আমার সখীর রূপের আলোয়
পড়ে আছে হেথা ছিন্ন নীরব চতুর!
কোন ভীড় খুঁজে খুঁজে চক্ষে ভাসে নেশারঝোঁক
সে যেন এক পলাতকার লুকোচুরি হায়
আমারে ডাকে বেলা অবেলায় নক্ষত্রের নীচে!