মাগো ওরা বিশ্বাস করে না
তোমার বাংলা ভাষা কতো মধুর
তাই তো মোদের দিতে হলো জীবন!
আর কতো রক্ত ঝরবে পথে প্রান্তরে
কেন চায় ওরা তোর মুখে তালা দিতে!
দিবে না আমায় কোলে তোর
মাথা পেতে গল্প শুনিতে?
রক্তে রঞ্জিত হলো শহরের রাজপথ‚
এক সাগর রক্তে নিভে গেলো কতোগুলো প্রাণ!
মাগো করিস নাকো তুই চিন্তা
দিবে নাকো তোর ছেলেরা
তোর মুখের ভাষা কেড়ে নিতে!
বাংলার সাহসী বীর সন্তানেরা
যখন চিনিয়ে দিয়েছে রক্তের পথ‚
কিসের ভয় এতো তোর হৃদয় তরে!
এ জীবন রেখে কি হবে —
যদি নাই পারি তোর মুখে হাসি ফুটাইতে!
মা বলে খোকা আমার পাগল ছেলে
দেখি জননীর দু’চোখে অশ্রুস্রোত
তবু একচ্ছত্র হাসি অই মুখে!
প্রান্তের খড়-সূর্য মাথার উপর
হাতখানি দেয় বুলায়ে—
আর বলে খোকা আশীর্বাদ করি তোমায়!
হও দীর্ঘজীবী যেন অই রৌদ্রময় শক্তির মতোন;
যারা নিয়েছে আমার হৃদয় খালি করে
তোমার ভাইয়ের রক্ত চুষে পান!
দাও দাও জানিয়ে দাও ওদের
জানিয়ে দাও বিশ্বকে বাংলার নিশান;
তোমাদের হাতেই হবে বাংলার জয়!