এসো তুমি আজ সবুজ বীথিকায়
বলিবো রূপকথা ভালোবাসার আলিঙ্গনে;
প্রাণে আজ নিধূম আনন্দের ঢেউ
শুনে পাখিরা গায় গান গভীর সুরে!

এসো এই নীল আকাশের নীচে
দিবো বিবর্ণ এক রঙে রাঙিয়ে তোমায়;
হবে না এইখানে তুমি নিরাশ
কতো অনন্তনীল গাছের সমাহার!

এসো নির্জন সরবে এইরাতে
দেখিবে না কেউ তোমায়;
যদি চাও অই জোছনার চাঁদ
এনে দিবো অভিলাষহীন উদার আকাশের থেকে!