অনেক রাত্রি ঘনিয়ে এসেছে
অনেক লেখালেখি হলো;
এবার একটু ঘুমানো যাক
মৃত্যুর মতো গভীর ঘুম!
যদিও ভাদ্রের অন্ধকারে ঝরিতেছে বর্ষণ
চারিদিকে তারই নিবিড় অসারতা;
আমার হৃদয় থইথই করিতেছে
একটা চমৎকার ঘুমের অপেক্ষায়!
বঙ্কিমের বিষবৃক্ষ পড়ে আছে টেবিলে
পঞ্চম পার্ট কবে যেন শেষ হলো;
তারপর জীবনের ব্যস্ততা আর হুল্লোড় ভীড়ে
কই শেষ হলো বাকী সব অংশ!