অনেক মেঘের আকাশ এ বিকেল
কোথাও জেগে আছে হলুদ নীল
কিংবা অসীম মেঘমালা আকাশ ভরে,
অন্ধকার মুখ দেখিবে পৃথিবীর মানুষ
সময় ফুরিয়ে গেলে ‘পরে—
সব পথ সব মুহুর্ত ক্ষয় করে,
প্রেমিক প্রেমিকারা হাতে হাত রেখে
চলে যাচ্ছে যে যার গন্তব্য খুঁজে।
পাখিরাও চলে যাচ্ছে ঝাঁকে ঝাঁকে
দল বেঁধে সমুদ্রের জল ছেড়ে নীড়ে।
তবুও সমস্থ মনোরোথ ভেঙে গিয়ে
পুনরায় উদিত হবে নতুন সুর্যের হাসি।

আমাদেরও হৃদয় জেগে উঠবে
দু’প্রহর শান্তির হিমাদ্রি ছড়িয়ে আলো,
চারিদিকে নিশীথের অবকাশ দিয়ে
গাছে গাছে থোকা ভরে নীল শাদা ফুল
পৃথিবীর মধ্যস্থানে রয়ে গেছে যে যার ভাবে;
হে মেরুনিশীথের আকাশ—
আমরা রয়ে গেছি সেইসব মায়ার জালে
তাই যে তোমারে দেখিলে পরে,
মনে পরে তার কথা অকাতর।
পারি না এইসব ব্যথা যন্ত্রনা বুকে চাপা দিতে,
আবার আসিবে অন্ধকার দিন শেষে
আসিবে অগাধ আলো ফুটে মর্মরিয়ে
তবুও রয়ে যাবে মানুষের বাসনা বাসনার মনে।