অনেক জীবন পৃথিবীতে কেটে গেলো
অনন্তকাল পৃথিবীতে থাকার ইচ্ছুক নিয়ে,
সবুজ পাতার মতো একদিন যার ধবধবে যৌবন ছিল
কোনো এক অন্ধকারে আচমকা নিভে গিয়ে
আরেক পৃথিবীর পথে তার অনন্ত যাত্রা;
যেখানে কেউ নেই শুধু কেবলই সে একাকী।
আজ তুমি আমায় কতশত ভালোবাসো
তবু এই প্রেম সহমর্মি একদিন ঘোচে যাবে,
যখন বুঝে যাবে পৃথিবীর থেকে দু’চোখ!
হাজার জীবন পৃথিবীতে ফুরালো নিমিষেই
যারা চলে গেল আজও তারা ফেরেনি,
তাদেরও ন্যায় নাকো কেউ খবর কোনোদিন।
অস্থায়ী জগতের পরগাছা মোরা সকলেই,
মৃত্যুকে ভালোবেসে মৃত্যুর ঘুমে কবে যে তলাবো?
নক্ষত্রের আকাশ আজ কত সুন্দর জেগেছে
চারিদিকে জোছনার ভীড় আমারে ভালোবেসে
তবু এইসব ছেড়ে একদিন হারিয়ে যাব বহুদূর
তোমার সাথে অনন্তকালেও আর হবে নাকো দেখা!