অন্ধকার জোছনায় তোমার মুখ ভাসছে
আমি দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে;
কোথাও কারু সাড়াশব্দ নেই
নিঃশব্দ ভেলায় পড়ে আছে সব!

সমস্ত চট্রগ্রাম জোছনায় মাখামাখি
এই রজনীর কল্লোলে সৃষ্টি-সুখের উল্লাসে;
কখনো মেঘের আঁচলে ডেকে যায় মুখ
আবার ঘোমটা তুলে ফিরে চায় পৃথিবীর পানে!

হে নিশাকান্ত‚ নিশীথ‚ স্তব্ধ নগরীর রাস্তাঘাট
দূর নীলিমার অন্তরালে জাগে কতো কথা;
বলতে গিয়েও থেমে যাই আচমকা সবই
রুঢ় স্বপ্ন আকাঙ্ক্ষা ভেঙ্গে খুঁজিতেছি আস্সাস!