মুগ্ধ ধরণীতে বেঁচে আছি কতকাল
ধমনীর নিঃশ্বাস ফেলে উৎফুল্লে;
পথে পথে রেখে যাই পায়ের ছাপ
স্মৃতিরা থাকুক আজন্ম হয়ে এই!
অনন্ত মৃত্যুর কোলে আমাদের জীবন
চোখের তারায় তারায় অধীর ঘুম;
আশ্চর্য এই পৃথিবীর খেলা ঘরে
একদিন আমরা সবাই ঢের অসহায়!
ফুলেরও পাপড়ি ঝরে বেলা শেষে
তোমারও হৃদয় ভাঙে দিন শেষে;
কোনো এক অট্টালিকায় বিশুদ্ধ ঘ্রানে
কোনো এক ছাউনির দূষিত গন্ধে!
তারপর যেতে হবে সব ছেড়ে কোথায়
কোন দূর আবিস্কারে ভেসে ভেসে;
পড়ে রবে আমাদের সবই ধরণীতে
থাকবো না শুধু আমি আর শুধু তুমি!