একদিন তোমাকে ছেড়ে অনন্ত যাত্রায় পাড়ি দিব
মহাকালের শ্রেষ্ঠ যাত্রায় আমাকে সাজিয়ে গুছিয়ে
কোথায় কোন মাটির নীচে রেখে আসবে!
ভোরের দোয়েল পাখিটি সবার আগে
কবরের পাশ দিয়ে উড়ে যাবে—
অথবা খয়েরী পাতা‚ সবুজ ঘাস
আমার দেহের উপর ভেসে রবে বহুকাল!
কতোকাল আমি নিভৃতে ঘুমিয়ে রবো
সুন্দর এই পৃথিবীটা কোনোদিন না দেখে‚
ভাবতেই হৃদয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
যেইদিন অনন্ত যাত্রায় আমি সফর করবো
কেউ আর কোনোদিন যাবে নাকো খবর নিতে
সেইদিন আমার দুদস্ত হৃদয় কি নিয়ে থাকিবে বলো?
দেয়ালে ঘড়ির কাঁটা কখন ফুরিয়ে যায়
বুঝি আমারও জীবন এভাবেই ফুরিয়ে যাচ্ছে‚
তারপর মৃত্যুর ফেরেশতা জীবনকে দুর্বিষহ করে তুলে
অনেক পরিশ্রমের রূহ নিয়ে আসমানে দিবে উড়াল।
আমার এ অনন্ত যাত্রা কোনোদিন—
কোনোদিন কোনোদিন আর হবে নাকো শেষ!