তুমি অনন্তকাল আমার হয়ে থেকে যাও
যেমন অরণ্যের দেশে গাছ চিরকাল থাকে;
সন্ধ্যার আঁধারে জোনাকির উচ্ছ্বাসে
হত-বিহবল গভীর হৃদয়ে থেকে যাও!
যুগে যুগে চাই এমনই একজন মানুষ
যে শুধু অনন্তকাল আমার হয়ে থাকবে;
সবাই চলে যাবে ছেড়ে যাবে
তুমি তবু থেকে যাবে চিরদিন
শেখরের মতো শক্ত করে আগলিয়ে!
তোমার আকাশে আমি বিস্ময়
আমার আকাশে তুমি স্মরণীয়;
এমনই এক অনন্তকাল নেমে আসুক
কোনো এক দিগন্তের দেশে!
হাজার হাজার বছর কেটে যাবে
তবুও তোমার সাথে আমার
অনন্তকালেও হবে নাকো বিচ্ছেদ।
তুমি আর আমি হারিয়ে যাবো
বনচারী বাতাসের সেই মাতাল ঢেউয়ে!
এ জীবন সংসার কেটে যাবে কুঞ্জবনে
কোনো এক সন্ন্যাসী রাজকন্যার কিনারে;
সোনা দানার অণুগল্প সাধনায় যাঁর
আক্রোশের বশীভূত কোনোকালে ছিল না!
আমারে পাওয়ার দাবি নিয়ে এতো যার
চিন্তার জগৎ ভেসে উঠে অপেক্ষার অবসানে
করুন স্বভাবের দোষে চোখে আসে পানি।
যুগে যুগে কালে কালে আমি শুধু—
তাহারেই চাই শিরা-উপশিরায় অনন্তকাল!