ও মীম এখন গভীর রাত চারিদিকে
বাহিরের আকাশে জোছনা ঝরে;
তুমি যেন এই জোছনার ফুল
যারে আমি ভালোবাসিয়াছি শত সহস্রবার!
তোমার গভীর প্রেমে পড়ার আগে
আমার সঞ্চয়ে ছিলো বিকট শূন্যতা;
তারপর তুমি এলে আমার মাঝে
যেন আমি পেয়ে গেছি আমার নারীরে!
ও মীম সজনে পাতায় যে ভ্রমর গেয়ে যায় গান
মনের আকাশে সেই গান এখন শোভা পায়;
তুমি ফিরে এসো আমার হৃদয়ে
যেখানে কান পেতে শোনা যায় স্বাদ!
তোমার গভীর প্রেমে পড়ার পরে
আমার কেটে যায় তীব্র একাকীত্বের প্রাণ;
তোমার মনে আমার অনন্ত সত্তা বন্দী
এবং সেখানে নেই কোনো দূরত্ব বিবাদ!