ও আমার মীম, যখন এই সুন্দর পৃথিবীতে
তোমার সঙ্গে আমার আর কথা হবে না;
হারিয়ে যাব এক সহস্র ব্যথার ঘানি নিয়ে
দয়া করে সেদিন আমায় ভুলে যেও না;
তোমার ঐ ছোট্ট মনে রেখে দিও একটু করে
যেখানে তুমি সহস্র অনুভূতি সৃষ্টি করো;
মনের গভীরতম সুখে সমস্ত অসুখে জেগে
নির্লিপ্ত বাঁধাহীনতার সমুদ্রে ডুবে ডুবে!
তারপর যদি তোমার অন্তরে হঠাৎ কখনো
আমার নামটি উচ্চারণ হয় নিদারুণ ভাবে;
আর তাতে তোমার মন খারাপ হয়ে যায়
তখন তুমি বিষাদ ভরা মনটাকে লুকিয়ে ফেলো;
হে মীম আমার, তুমি তখন বুঝে নিও
তোমার মনে যেই বিষাদ জমেছে তা আমার জন্য নয়
এই বিষাদ এসেছে বিশাল প্রস্তর অনুভূতিহীন প্রতীক্ষার কারণে!