বহুদিন আমি নক্ষত্রের পানে চেয়ে
দেখি গেলাম অনন্দস্বরে তাঁর হৃদয় ভাঙ্গন
রন্ধ্রে রন্ধ্রে ছড়ানো নিবুনিবু অহরহ হায়!
নিত্য রাত্রির তরে কিছু বলবো বলে স্থির করিয়াছি
দেখেছি নক্ষত্র জ্বলিয়েছে জোনাকির ভেসে
অপার আকাশ জুড়ে জীবনের স্বাদ মেটাতে!