তোমাকে আমি ভালোবাসিয়াছি
পল্লী অঞ্চলের সব থেকে ঢের বেশি!
খুঁজি তোমায় সে কতোদিন ধরে
ফিরে এসে দূর নগর বন্দর ছেড়ে!
অনেক সমুদ্র পাখির গান আমি শুনিয়াছি
এইসব গান তার-ও ঢের আগে আমি
তোমার মুখের পরে শুনিয়াছি এক!
শিখায়েছ বহুগান আমারে তুমি আহা!
দিয়েছিলে এক নিধূম আনন্দ প্রাণ ভরে
আজ আসিয়াছি সেই আনন্দ মাখা চোখ নিয়ে!
দেখিবে না আমারে তুমি তৃপ্তি লয়ে
কতোদিন পরে নগর বন্দর ছেড়ে!