কতদিন হয় আজ দেখি নাকো তোমারে আমি
প্রেম ভালোবাসা সবি যেন আজ,
ঝরে গেছে বাসমতী ধানের মত
হৃদয়ের থেকে খসে খসে কখন!
আকাশের থেকে আরো দূর আকাশে
কোথাও তুমি পরে আছো নির্জনে,
তবুও তোমারে আমি খুঁজে বেড়াই
একটি অনাগত প্রেমের মাজারে!
শঙ্খচিল উড়ে যায় কোথায়
ফিরে আসে জোয়ারের মত ক্ষিপ্রবেগে,
পৃথিবীর পথে কান্তারে সে নামে
যখন হৃদয়ের ক্লান্তিতে শরীর ছেড়ে!
কই তুমি তো আর ফিরে এলে না
তাহার মত পৃথিবীর ভূমিতে,
তবু দুটি মনের একই নিঃশ্বাস ঝরে
আসিবে কাছে প্রিয়া তুমি আজ?