হে অগাধ রাত্রির নিশীথ, চন্দ্রমল্লী, শশী তাঁরা
যারে আমি চেয়েছি হৃদয়ে বহুদিন যাবত
সে বুঝি আজ বুনোহাঁস গাঙশালিকের ভীড়ে
রয়ে গেছে জীবনের ব্যস্ততার থেকে।
তুমিও যাবে চলে সময় ফুরিয়ে গেলে পরে
আমাদের আকাশ থেকে চুপে চুপে ঝরে।
তবু কেন যাই কাঁচপোকা শেফালীর বনে
খুঁজিতে তারে আমি শঙ্খের মত কেঁদে কেঁদে।
মনে পরে কতোদিন তারে হৃদয়ে করিয়েছি লালন—
এইসব উঁচু উঁচু গাছের ডাল শাখা জানে তাহা।
অনেক অনেক বছর আগে সেই নারীকে দেখা যেত
পথের পানে আসা যাওয়ার মিছিলে দু’দণ্ড
পরপর মানুষের মানুষের অবহেলা তারে কোথায়
নিয়ে গেছে পৃথিবীর থেকে সমুদ্র আর এই অন্ধকার ডেকে?
সময়ই সব আয়োজন করে চোখের অগোচরে
তখন মানুষের হাতে কিছুই থাকে না অবশিষ্ট আর!