এই মুখ কবে বন্ধ করে রাখিয়েছি
সমস্ত কথা ফুরিয়েছে বলে?
এখন চট্টগ্রামের আকাশ নীল হয়ে আছে
যদিও মনের আকাশে ঢের অন্ধকার!
দিন ফুরিয়ে রাত্রি— রাত্রি ঘনিয়ে প্রভাত—
এভাবেই চলে যাবে কিছুকাল—
তারপর যদি আসে জীবনের মৃত্যু!