নীলাঞ্জনা, যেই পৃথিবীর কাছে আমাদের
ভালোবাসা ছিলো উজ্জ্বল নক্ষত্র?
যেই মাটির উপরে আমাদের বসবাস
একদিন তার কাছেই আবার দিতে হবে ধরা!
তবুও তোমার কাছে আমার হৃদয়?
ভালোবাসিয়াছি তোমারে আমি
তবু মনে হয় তোমার মতো নারীর;
সিন্ধু পরিমান ভালোবাসা
আমার কাছে বড় দুঃসহ ব্যাপার!
দিন শেষে গভীর অন্ধকার যখন চারিদিকে
অজস্র জোনাকীর ঝিলমিলে কান্তার;
নক্ষত্র এক দুই তিন হাজার হাজার জাগিলো
বিস্তীর্ণ আকাশ জুড়ে!
সেই রাত্রির তরে
চন্দ্রমল্লিকা ধবল ধুদে ছড়িয়েছে আলো;
আমি বলতে চেয়েছি তার কাছে
হৃদয় নিঙরানো অদৃষ্ট কথাগুলো!
জানি আমি একদিন তুমি চলে যাবে
আমারো থেমে যাবে আসা যাওয়া এই পথে;
ফুরালো জীবন নাইকো তোমার দেখা আর;
চট্রগ্রাম আজো যেমন আছে
সেদিনো থাকবে তেমন!
মলিন মৃত স্মৃতিরা থেকে যাবে
অশ্বথের হিজলের গন্ধ ভরা ঢেউয়ে
কতো যে নীলাঞ্জনা!
আসিবে শঙ্খের মতো কেঁদে কেঁদে
গাঙশালিক সবুজ ঘাসের বনে;
চেয়ে রবে হলুদ ফসলের মাঠ
পাবে নাকি সেদিন আর খুঁজে আমাদের
সমস্থ বেলার পরে দেখিবে কি আর?