নাফিসা, তোমার জন্য মন ছটফট করছে
কবে তোমার সাক্ষাৎ পাবো
সেই সময়টুকু যেন আজ ফুরায় না!
তোমারও কি কাঁদে মন আমারই মতো
যেমন তোমার গভীর শূন্যতা আমি অনুভব করছি!
এ চোখে আজ চারিদিকে শ্রাবণের ঘুটঘুটে অন্ধকার
কবে তোমার আলোয়ে আলোকিত হবো
কেটে যাবে সমস্ত দুর্নিবার ফিরে পাবে প্রাণ!

২৯শে বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ।

কবির সাথে নাফিসা নামের একটি মেয়ের সাথে ঘনিষ্ঠ পরিচয় ছিলো। সুদীর্ঘকাল তার সাথে পরিচয় থাকলেও হঠাৎ একদিন সমস্ত যোগাযোগ বন্ধ হয়ে যায়। কবি তার বিরহে খুবই মর্মাহত ছিলেন। নাফিসার বাড়ি ছিলো কুষ্টিয়া। কবি তাকে অনেক অনুসন্ধান করেও যখন ব্যর্থ হন তখনই তিনি ‘নাফিসা’ নামের কবিতার জন্ম দেন। আট লাইনের এই কবিতার মাধ্যমেই বুঝা যায় নাফিসাকে হারিয়ে কবি কতটা শোকাহত ছিলেন!