সবই তুমি জানো—
আজ আমাদের কিছুই পাওয়ার নেই!
হৃদয় আজকাল মৃত্যু নেশাখোরের মতোন!
কাল দেখেছি তোমাকে প্রাণ ভরে
যদিও সেই রূপ তেজ‚
সেই নারী তুমি আজ নেই!
তোমারও জীবন আমারও পথচলা
একদিন তবু থেমে যাবে‚
মেহগনির এই ঝরা পাতার মতোই
রয়ে যাবো নীরবে কোন এক গোরস্তানে!
আজও তোমাকে ভালোবাসি ঢের
যদিও সেই আগের মুহুর্ত আজ নেই!
কোথাও কবে সেইসব দিনকাল হারিয়ে
আমাদের হৃদয় এখন মরণব্যাধি!
পৃথিবীতে সবাই চায় তার প্রিয়র মুখ দেখে
অনন্তকাল বেঁচে থাকতে— আরও কিছুকাল!
আমাদের পরে কতো শুকতারা জ্বলিবে
আকাশে আকাশে রাত্রি ভরে নিখিল জগতে!
তবুও তোমার সাথে বসে আমার এ জীবনে
হবে নাকো দেখা আর শুকতারা অন্ধকার আকাশ!